Review This Poem

শব্দ শুনতে

হেমন্ত কথায় ঝরে
শিশিরের শব্দ ৷
শিশির বৃষ্টিতে ভিজে যায়
রাত ৷
ঘুম জাগে ,
ছাঁচা দিয়ে উঠোনে নামার
শিশির পায়ের
শব্দ শুনতে ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments