দিবালোকের অস্তিত্বরা
হারায়না অন্ধকারেও ৷
রাতের মনশ্চক্ষু আলোকে
একই ভাবে জাগরিত সব ৷
নতুন করে –
চাঁদের একরাতের দীর্ঘ কবিতা পাঠ ,
একরাতের ঝিকমিক ছন্দকথার তারারা ,
জোনাকির আলোবর্ণে লিখে চলা
রাতকথা ৷
2022-07-09
দিবালোকের অস্তিত্বরা
হারায়না অন্ধকারেও ৷
রাতের মনশ্চক্ষু আলোকে
একই ভাবে জাগরিত সব ৷
নতুন করে –
চাঁদের একরাতের দীর্ঘ কবিতা পাঠ ,
একরাতের ঝিকমিক ছন্দকথার তারারা ,
জোনাকির আলোবর্ণে লিখে চলা
রাতকথা ৷