ফণা তোলা মানুষ দেখে
পৃথিবী শঙ্কিত , ভীত ৷
আতঙ্কে থরথরায় গাছেরা
মানুষ যত এগিয়ে আসে
ছোবলে ,
মাটি নিজেকে কোথায় লুকাবে ভাবে
মানুষবুলডোজার থেকে !
2022-04-24
ফণা তোলা মানুষ দেখে
পৃথিবী শঙ্কিত , ভীত ৷
আতঙ্কে থরথরায় গাছেরা
মানুষ যত এগিয়ে আসে
ছোবলে ,
মাটি নিজেকে কোথায় লুকাবে ভাবে
মানুষবুলডোজার থেকে !