সত্যতা না জানার মাটির ওপর
ঘাস , আগাছা , বৃক্ষরাই হয়তো
মাটি লেখা কবিতা !
যেখানে প্রতিদিন
দিন আর রাত নামে কবিতাতেই হয়তো !
হয়তো , ফুল – ফলেরাও
প্রাকৃতিক কবিতার ভিন্ন বিষয়ের
এক -একটি পৃষ্ঠা !
আদি ধারায় এই সত্য পাঠে
এসব গ্রহণীয় হলে –
প্রাকৃতিক কবিতা নামেই ডাকা হতো
এদের আজ ৷
2021-11-23