4/5 - (1 vote)

পলাশের ঠোঁট এখন
আদিবাসী রমনীর ঠোঁটে ৷
পলাশের সাথে মন বন্ধনে বাঁধা পড়ে ওরা
পলাশ কালে ৷
পাথুরে স্থাপত্যে খোদাই করা কোমর ঢেউয়ে
বয়ে যায় সাঁওতালি ছন্দ ,
পুরুষদের বাজানো মাদলে দোল খায়
আদি -আদিবাসী ধারা ,
পরদেশী পরিযায়ীরা তফাৎএ দাঁড়িয়ে
পলাশ গাছ দেখা ভুলে , দেখে –
জীবন পলাশ ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments