আমার কষ্টরা আলো-বাতাস পেয়ে ধাই ধাই করে
বেড়ে চ’লেছে
খাওয়া দাওয়া সব কিছু ঠিক ঠাক মতো চলছে
বংশবিস্তার ও হচ্ছে সুপারসনিক বিমানের মতো
পোশাক পরিচ্ছদ ও ইচ্ছে মতো কিনে নিচ্ছে তারা
পচা আলু পচা শুটকি এসবই আমার কষ্টদের প্রিয়
খাবার
তবুও তাদের দুঃখ নেই কোনো
সকাল সন্ধ্যা ঠিক মতো ভুঁড়ি ভোজ ক’রে বেশ
নাদুস-নুদুস অবস্থায় আছে তারা
আমার কষ্টদের দিন খুব ভালো যাচ্ছে
তারা খেয়ে পরে বেশ ভালো আছে
কোনো দুঃখ বোধ, ব্যথাবেদনা,যন্ত্রণা আদৌ
গ্রাস করেনা তাদের
আমার সব কষ্টরা বেশ আছে দুধে ভাতে
আমার মতো সুখী এ পৃথিবী তে আর
কে আছে বলো?
আমার প্রিয় কষ্টদের মতো আমিও ঠিক অনেক
সুখী
এ পৃথিবী তে এতো সুখী আর কেউ কি আছে?
2023-05-04