তারিখঃ(২১,৬,২০২২ইং.) ৭ আষাঢ় ১৪২৮ বঙ্গ.
আহম্মদ সিফাতুল্লাহ
হাজার ব্যাথা যেথায় লেখা ।
সেথায় আমার বাস্তবতা দেখা
সব কথায় আমার রাখা গোপনতা,
খুজি আমার স্থানের আপনতা ।
ভুলি নিতো সব কথা ॥
সব দেখায় আমায় অদেখা করে যাও তুমি —
যাওয়া তোমার একলা পথে ।