আজ আমায় মরণ ডাকে দূর হতে
বলে আয় না তুই ছুটে বেলা হলো যে শেষ।
শূন্য ওই খাটিয়া আমায় ডাকে সে নানা ছলে
বলে আয় না রে আমার সোনার মানিক আর কী লাভ হবে পরে ওই মর্ত্যের বেশ।
নাই নাই আর সে বল,
চলে যেতে হবে ওই যে ওই দূর পারে
ওই সিন্ধু তীরে এই অন্ধকারে ।
2023-03-08