তোমরা আমাকে আটকাতে পারবে না
তোমরা সিরাজ উদ্দৌলাকে আটকাতে পারো নি।
তোমরা বীর তিতুমীরকে আটকাতে পারো নি
তোমরা মঙ্গল পান্ডেকে আটকাতে পারো নি।
তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আটকাতে পারো নি
তোমরা কাজী নজরুলকে আটকাতে পারো নি।
তোমরা সুভাষ চন্দ্রকে আটকাতে পারো নি
তোমরা মওলানা ভাসানীকে আটকাতে পারো নি।
তোমরা মুজিবুর রহমানকে আটকাতে পারো নি
তোমরা বায়ান্নের উদ্দীপনাকে আটকাতে পারো নি।
তোমরা শহিদুল্লাহ কায়সারকে আটকাতে পারোনি
তোমরা রক্তের স্বাধীনতাকে আটকাতে পারো নি।