Review This Poem

রিখঃ (২৬ সেপ্টেম্বর, ২০২২ইং.) ১১ আশ্বিন,১৪২৯ বঙ্গ.

কেনো এত সব ফেলে , হারিয়ে আছি
কেন এ সব মুছে গেছে হৃদয় থেকে —
মন কেন জানি বলে গানের তালে উন্মাদ হয়ে
নাচি ।
ভুলে গেছি সব যে হায় !
কেমন করে জানি সব জীবন মাঝে থেকে হারিয়ে যায় —
আর আপন গানে কী জানি গায় ।
হারিয়েছি কোনো এক অচিনপুরীতে ।
মন নতুন করে জেগে ওঠে কোনো এক গানের ভেসে আসা সুরেতে ॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments