আজ আকাশে মেঘের ছড়াছড়ি,
কে তুমি দিলে মেলে আকাশ জুড়ে ?
ছন্দে ছন্দে
সুবাসের মহা সু-গন্ধে
পাখি যায় উড়ে উড়ে,
সেই সূদর দিগন্তের দ্বারে ॥
আজ আকাশে মেঘের ছড়াছড়ি,
কে তুমি দিলে মেলে আকাশ জুড়ে ?
রৌদ্র-মেঘের লুকোচুরি খেলায় ।