ও পথিক ভাই দাঁড়াও ।
কোন ধেনে তুমি বার বার হারাও ।
দেখে যাও তুমি আমায়
কোনখানে আছি আমি হারায় ॥
কিসের তব আজ !
এতো অহংকারের সাজ ?
কী তুই নিয়া আসিয়াশিস নিয়ে সাথ ।
মনে মনে তুই ভাবিস “ এ ধরণীতে কে আছে
মোর মতো ধনী ।” ॥
ও পথিক ভাই দাঁড়াও ।
কোন ধেনে তুমি বার বার হারাও ।