Review This Poem

ঐ আসছে ! বাধার আকাশ ভেঙ্গে ।
পাগলা অরুণ রাঙ্গা চরণ ফেলে ফেলে ।
ঐ আসছে ! বন্দি দ্বারের শিকল ভেঙ্গে ।
ঝড়ের মতন , বিজয় কেতন নেড়ে ।
ঐ কে রে ?
সবাই যখন মগ্ন ধেনে তখন এসে —
ধেন নেয় কেড়ে ॥

ঐ আসছে ! ভয়ের ধ্বজা ভেঙ্গে
কোন মুক্তি পাগল অট্টহেসে ?
রৌদ্র-ছায়ায় উঠিয়াছে পুরান গানের সুর ছেড়ে ।
পিছুর টান ছিড়ে ছুট না সকল বাহির পানে ।
উঠুক না ! নতুন গানে ——
বিশ্ব ॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments