এ কোলাহল মাঝে কী ? —
আমার নিস্তব্ধ ছন্দ স্থান পাইবে ।
এ কোলাহল মাঝে কী ? —
তোমার মনে আমার প্রেম জাগিবে ।
ছুটলো আকাশ ব্যাপে হুংকারে ।
তোমার প্রলয় ঝংকারে —
কাপবে যে এ ধরণী তল ॥
এ কোলাহল মাঝে কী ? —
আমার নিস্তব্ধ ছন্দ স্থান পাইবে ।
আজ এ বৃষ্টি মাঝে মন কী আবার জাগবে ॥