Review This Poem

ও মন ! কেমন করে রবি তুই একলা বিজন ঘরে ।
একদিন রবে না কিছুই যে ।
এই মাটি, এই ধূলি যে লাগবে নে তোর আর চরণের উপরে ।
ও মন ! তুই তো আলো হারা আঁধারের যাত্রী ।
কাঁদিয়া ফিরিবে যে তোর তরে রাত্রী ।
একদিন এই ধূলি, এই মাটির উপরে রবি একলা পড়ে ।
রইবে না যে কেহ ফিরিয়া চাহিবার তরে ॥

ও মন ! তুই যে আলো হারা আঁধারের
যাত্রী ।
কাঁদিয়া ফিরিবে যে তোর তরে রাত্রী ।
একদিন নিরালয়ে চুপ করে রহিবে না যে তোর মতো কেহ ॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments