Review This Poem

আজ এই অদেখা
তোমারী চোখের দেখা ।
সব কথা কী জানি লুকিয়ে যায় —
মনের মাঝে ।
সব আমারী কাজে ॥

আজ এই অবেলার দেখা ।
তোমারী চোখে আমারী চেয়ে থাকা ।
বয়ে যাওয়া বাতেসে এর হেসে
যাওয়া ।
মনের আজ গেয়ে যাওয়া ॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments