আমাকে আমার গ্রামে দাও না পাঠিয়ে!
আগামী পরশু সেই শাপলা পাতার
ওপরেতে আমি শুয়ে পড়ে চাঁদফুল দেখব মথা উঁচিয়ে।
ভাসাঢেপ জড়িয়ে যাবে শরীরে আমার!
আমি হাত দিয়ে নাই ছাড়ালাম ওই ঢেপদানা
গায়ে লেগে বেশ সাজে সাজাবে বুঝি, তো?
আমি ওই সাজ চাই বারবার, সোনা!
ঘুমের ভেতর গন্ধ দেবে সাদা শাপলারা যতো।
বাতাসে ভাসবে সত্যি তোমার মথার এলোচুল
আমি চোখ মেলে দেখি চুলজড়া মুখে তুমি, সে-তো ভুল?
নিঃশ্বাসে বাতাস ছুঁবো না দেখো, সংযমে অস্পৃশ্য যে!
নিরিবিলি যদি তুমি প্রকৃত করতে পারো; প্রকৃতি নয় কখনো বাজে।