তোমার দৃষ্টি আকর্ষণের কোনো ইচ্ছে আমার নেই।
ঠোঁটের সিগারেট যেমন পায়ের নিচে পিষে যায়–
তেমনি সহজেই আমি দূরে সরে যেতে পারি এবং যেতে চাই!
তবুও তুমি জানতে চাইলে অকপটে স্বীকার করতেই পারি তোমায় ভালোবাসি।
তোমার দৃষ্টি আকর্ষণের কোনো ইচ্ছে আমার নেই।
ঠোঁটের সিগারেট যেমন পায়ের নিচে পিষে যায়–
তেমনি সহজেই আমি দূরে সরে যেতে পারি এবং যেতে চাই!
তবুও তুমি জানতে চাইলে অকপটে স্বীকার করতেই পারি তোমায় ভালোবাসি।