তোমার সবটা আমার জানা চাই।
তোমার মন খারাপ, জ্বর, অন্ধকারে ভয়, নির্ঘুম রাত, মাথাব্যথা, প্রিয় গান, চাপা অভিমান আমার জানা চাই।
আমি একটু অদ্ভুত, হয়তো অপ্রয়োজনীয় কথাও জানতে চাই। তোমারে শোনার তৃষ্ণায় তৃষ্ণার্ত আমি।
বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক পাখিটার মতো আমি তোমারে শুনতে চাই।
তোমার সবটা আমার জানা চাই…