তুৃমি চাইলে আমাদের একটা নীল-হলুদ গল্প হতে পারে।
নিয়ম করে ঝগড়াঝাঁটি, অভিমানী কান্নাকাটি হতে পারে।
তোমার মন খারাপে আমি বর্ণীল জোড়াতালি দেয়া কস্টিউম পড়া জোকার হতে পারি, হতে পারি কোনো কমেডিয়ান।
তোমার মাথাব্যথার নাতিশীতোষ্ণ উপশম হতে পারি কিংবা একটা সাধারণ ঘুম।
তুমি চাইলে নিঝুম দুপুরের কাকটা গান করা ছেড়ে দিবে, উত্তাপ দুপুরের সূর্যটা বসন্তের ঘ্রাণ ছড়াতে রাজি।
ও হ্যা, তুমি চাইলে আমি ইচ্ছের বিরুদ্ধে কবিতা লিখে দিতে পারি।
তুমি একবার চেয়েই দেখো শুধু।
তুমি চাইলে আমাকেও ছাড়তে পারো। তবে তুমি চাইলেও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। এজন্য ক্ষমা করো।