দিনশেষে পাখিগুলো যেভাবে ফিরে আসে নীড়ে;
সেভাবেই তুমি এসো।
মাস শেষের পকেট শূন্য দিনগুলোর পর যেভাবে স্যালারির মেসেজ আসে;
সেভাবেই তুমি এসো।
অনেকগুলো নির্ঘুম রাতের পরে যেভাবে শান্তির ঘুম আসে;
সেভাবেই তুমি এসো।
হঠাৎ তুমুল জ্বর অথবা তীব্র মাত্রার ভূমিকম্পের মতো এসো একদিন!
অনাকাঙ্ক্ষিত অথচ নিশ্চিত মৃত্যুর মতো তুমি এসো- তবুও এসো।
তুমিহীনতায় নয়, তোমার অপেক্ষায় কাটিয়ে দিতে পারি সহস্র যুগ!