5/5 - (2 votes)

যখন হঠাৎ মনে পড়ে
কুয়াশার চাদর ঢেকে দেয়,জ্বরে পোড়া
আলগা পিরিতের গতর।
নাভি জলেই ভিজে একাকার হয়ে যাই
ভাঁটায় জেগে ওঠা চরে!

এক রাতে তুমি
বাষ্পের মতোই নিখোঁজ,
শরৎ শীতের আবেদনে ভাবলাম,
হয়তো মানভাঙ্গা চুমু খেয়েই
ফিরে আসবে,কাল ভোরের শিশির হয়ে!

জানিনা ফিরে ছিলো কি না সে!
কবিতা,কাব্য কিংবা উপন্যাসের উপসংহারে!
নাকি প্রতীক্ষার ভোর রাতের
অ-ক্লান্ত ঘুমই কেঁড়ে নিলো তারে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments