4.5/5 - (2 votes) লক্ষ্মী এলো মায়ের বেশে, পূর্ণ হোলো ধাম! কন্যা বেশে ও আসলে পেতে, ধার্য মূল্যে দাম। কন্যা হলে শ্রীর বাড়া। মা হলেই ভান্ডার। স্বরসতী গয়াবাসী, জলে ভাসা চামরা ছাড়া গণ্ডার। 2022-10-09
শিক্ষার অধঃপতন, সরস্বতী অর্থাৎ শিক্ষা গয়াবাসী।কয়েক প্রজন্ম এখন মেরুদন্ডহীন,পিন্ড দান চলছে মাতৃকূলের দ্বারা।
আর অর্থ নয়,পারলে শিক্ষা দাও।
বৃত্তি নয়,সঠিক কর্মীক্ষেত্র দাও।