5/5 - (1 vote)

অকারণের অভিমানে
কাঁচ গায়ে আজ বৃষ্টি নিরন্তর ।
ভাবি তুমি শীতের শেষে
পাতা ঝরা মোর বৃষ্টি ভেজা ঘর।।

হালকা দোলায় দোলে
তবু সে দোলনচাঁপাই চায় ;
আবার নিশী কোকিল ভালোবাসে
কাকের বাহানায়!

চিটে ধানের চিটে খই
পানসে তারার ঝোল;
বসন্তটা সিক্ত হলে
রিক্ত পলাশ কোল!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments