জোনাকরে তুই আমার শেখা
অজানা সব বুলি,
জোনাক তুই বলনা আমায়
কেমন করে আঁধার পথে চলি।
আচ্ছা,তুই বলনা আমায়
নিজে নিজে জ্বলায়,
কি সুখ পেলি ?আঁধার রাতে
আপন পথে চলায়।
জোনাক আমায় নিয়ে যাবি?
ওই নীল পাহাড়ের দেশে।
দেখবো আমি কি আছে ওই
আঁধার পথের শেষে!
জোনাক রে তুই জ্বলিস,তবু চলিস
কি-ই বা তুই বলিস?
জোনাকরে তুই কথা বল
নইলে আলোর দিশায় নিয়ে চল।
জোনাকরে তুই এতো জ্বলিস
কেমন করে সোস!
জোনাকরে তুই আঁধার রাতে
আমার পাশে একটু এসে বোস।