সূর্যমুখী🌻
তোমার মনে আছে!
ঠিক কত বছর বয়সে
তোমার জন্ম হয়েছিলো?
কে তোমার জন্মের জন্য প্রকৃতির কাছে আবেদন জানিয়েছিল,
এক নিতান্তই ফ্যাকাসে কালো রাতে!
সূর্যমুখী,🌻
মনে কি পড়ে?
মাটি আর সুর্যের কিরণ ব্যতীত
কে নিয়ে ছিলো তোমার জন্মের
দায়!
কেই বা ছিল তোমার ?
অন্তত তিন কন্যার পরে আবার চতুর্থবারে ও কন্যা হওয়ায়
অকথ্য শোক করার মতো !
সূর্যমুখী🌻
তোমার শৈশব কেটেছে কোন খেলায়!
মনে পড়ে?
মনে পড়ে তোমার কৈশরের একমাত্র চাহিদা মেটানো বাদলের কথা!
যার আগমন তোমার যৌবনের বিষণ্নতার কারণ!
সূর্যমুখী🌻
সারা জীবন হয়ত চেয়েছিলে জোস্নার আলোয় মিরার সাধ হতে বাঁচতে।
কিন্তু তোমার সূর্যের প্রতি তোমার বেহায়াপনা,
সারা জনমের মতো তোমায় রাধিকা করে দিলো!
সূর্যমুখী🌻
তুমি রাই হলে কই!
মিরাই বা আর কই হোলে!
তুমি তো জন্ম থেকেই বুকে মিশ কালো কলঙ্ক নিয়ে জন্মেছ!
না হতে পারলে কাব্যিক প্রেমিক হাতের শোভা!
তুমি তোমার জীবন দশায়
শুধুই বেয়াহা…,
তুমি বেহায়া !
একটা আজন্মের নির্লজ্জ বেহায়া সূর্য মূখী l
বেহায়া সূর্যমুখী🙂🌻