এক বসন্ত…
রেঙেছে একাধিক কৃষ্ণচূড়ার লালে ।
সে বসন্তেই আমি…
ঝরা পাতাদের আকুতি শুনেছি
বসে নিঃসঙ্গ আঁধারের কোলে ।।
সে বসন্তের পাতার
পত্র ঝলসে গেছে,হয়ত
কোন তৃতীয় কারোর আঁচে।।
এ বসন্তে প্রেম
উষ্ণ মহামারী হয়ে আসুক,দেখি
তোমার অভিযোগেরা কিসে বাঁচে!
যে বসন্তে তোমার
ভরা যৌবনের কাছে পূর্ণিমাও
ফিকে হয়ে আসে।
সে বসন্তে হোক…
প্রেমের বিনিময় চাঁদের আলোয় ভেসে।।
যে বসন্তে তুমি…
রাঙা হয়েছ একাধিক কৃষ্ণচূড়ার লালে ।।
সে বসন্তে প্রেম
উষ্ণ মহামারী হয়ে আসুক,দেখি
তোমার অভিযোগেরা কিসে বাঁচে!!