সব পেলাম
সবই হোলাম।
কেবলমাত্র পেলাম না
তাঁর অবহেলা!
শীতের এক গভীর রাতে ঘুম ভাঙিয়ে তাকে
জিজ্ঞাস করলাম…
কখনো অসহ্য মনে হয়নি আমাকে?
প্রশ্নের উত্তরে প্রশ্নই এলো যেন প্রতিধ্বনি হয়ে।
কেনো এমন হবে?
এক মুহূর্তের জন্যও নয়!
স্পষ্ট উত্তর এলো…’না’!
আমি সব হতে পারলাম,
কেবল পারলাম না তার কাছে
অসহ্যকর হতে!
এ-ই বা কম দুঃখের নাকি!