বিপন্ন লাল
যদি অকাল মৃত্যুই দিতে হয়,
তবে তুমি আমায় আর যাই দাও
এই মানব জন্ম নয়!
কুঁড়িতেই যদি কেঁড়ে নিতে হবে,
তবে তুমি না হয় কোনো রাস্তার কুকুর
করেই জন্মই দেবে!
তাতে অন্তত কোনো মাকে-ই
সন্তান শোক পোহাতে হবে না!
আবার বলছি,
যদি অকাল মৃত্যুই লিখতে হবে
তবে বৃথা জন্ম দিও না মানুষ করে!
তুমি জন্ম দিয়ো পথ কাঁটা
কোন এক অজ্ঞাত কালো বিড়াল করে!
যার মৃত্যতে অন্তত একদল শেষবয়সী লোকের
মৌন মিছিল বের করতে হয় না!
অকাল মৃত্যুর রক্তের রং
বড্ড লাল ,বড্ড উষ্ণ,বড্ড মাতাল।
মিশকালো পিচ গলা রাস্তায় মিশলেই
চারিদিকে কেমন মানুষ মানুষ গন্ধ আসে।
আর উষ্ণতা গলিয়ে দেয়
সব সম্পর্কের বেড়াজাল।