বাংলা কি শহরে থাকে ভাই?
ইট পাথরের দেয়ালে,
যানবাহনের জ্যামে?
ছেড়া প্যান্ট কিবা ছেড়া শার্টের স্টাইলে!
হিন্দি বাংলার ডিজে
কিংবা রিমিক্স গানে?
বাংলাকে খুজি আমি গ্রাম বাংলার বাউল গানে!
শার্ট লুংগির রাখাল বালক
কিবা কৃষকের অই কৃষি খেতে।
নদীর মাঝে ডিংগি নৌকায় কিবা
নদীর মাঝে ডিগবাজিতে!
2024-02-23