বন্ধু আমার কোথাও বসে থাকা,
একঝাঁক পাখির দল!
মেয়ে দেখলেই করে কিচিরমিচির শব্দ,
লাভ হয়না পায়না ভালো ফলাফল!
বন্ধু গুলা যেনো এক রাক্ষস পার্টি,
এক কাপ চা তিন জনে মিলে খায়
হাসিতে হাসিতে হঠাৎ করে,
অকারনেই রেগে যায়!
বন্ধু সেতো আলসে কুড়ের দল,
ক্লাবন্ধুস ফাঁকি দিয়ে যায় আড্ডা দিতে!
হাতে হাত কাধে কাধ মিলিয়ে
অজানা পথ চায় পাড়ি দিতে।
গুলা যেনো আনন্দের উৎস,
বানোয়াট ভালোবাসার গল্পের যাদুকর
বুক পকেটে থাকা অস্ত্রের নাম বন্ধু
বন্ধুর বিপদে বন্ধু যেনো কাল বৈশাখী ঝড়!