রাত পেরুতে নাই যে দেরি
এসে গেছে ভোর,
আমি থাকব না আর এই জগতে
পাড়ি দেবো অচিন পুর!
আলো আঁধারের মিশ্রিত ভোরে
খবর পৌছাবে ফোনে ফোনে
আপন যারা ভাববে মনে
কেমনে যাবো এতো দূর!
আমার বাড়ির সামনে থাকবে
শত লোকের সমাগম,
সবার মুখে একই কথা কেমনে গেলো তাহার দম,
কয়টায় গমন করলেন পরলোক!
কতো লোকের কাজ বাড়িবে
কেহ কাটতে যাবে বাঁশ,
জড়িয়ে ধরে কান্না করবে আমি যাদের মায়ার দাস,
শোকে কাতর হবেন জননী মোর!
বড়ই পাতার গরম জলে
গোসল দেবে আমায়,
যাবে নিয়ে খাটিয়ায় করে
সবাই দাঁড়াবে জানাজায়!
বিলাপ করে কাদবে সবাই,
সকাল পেড়িয়ে হবে দুপুর!
সবাই মিলে আসবে রেখে
অচেনা এক ঘরে,
অচেনা দেশ অচেনা জায়গায়
তাকবো আমি পড়ে!
ঐ খানেতে কাটবে আমার,
সকাল সন্ধ্যা ভোর!
আমি থাকব না আর এই জগতে,
পাড়ি দেবো অচিন পুর