আমি দূষিত সমাজের ছেলে,
তাই বলে তোমরা আমায় দিওনা ঠেলে।
তবে ভুলে যেওনাক ,আমি মানুষেরি ছেলে!
শিশু কালে বাপ মরেছেন,এখন মা গিয়েছেন চলে!
আত্মীয় স্বজন ফেলে গেছেন,দুনিয়া নামক জেলে!
আমিও তো গিয়েছিলাম পাঠশালাতে,লেখা পড়া শিখবো বলে।
কত যে সপ্ন ভেংগে গেল,আমি অর্থহীনা গরীব বলে!
ক্ষুদার জ্বালায় পোড়ে মরি,কেউ দেয় না অন্ন আমায়!
এই দুনিয়ায় সমাজ সেবক,নামের পাশে সবাই লাগায়!
জীবন যুদ্ধের হাল ধরেছি,রিক্সা নিয়ে বেড়িয়ে পরে!
ক্ষুদার জ্বালায়, ২পয়সা বেশি চাওয়ায়,
রক্ত ঝড়ে, ধনি লোকের চড় থাপ্পরে!
সম্মান দিয়ে চললে পড়ে,সবাই ভাবে সহজ সরল!
দেয়া আঘাত সইলে পড়ে,মনে মনে ভাবে দূর্বল!
সত্য বললে এই ধরাতে,সমাজ আমায় বোকা বলে!!!
কষ্টের কথা বলতে গেলে,সবাই নিয়ে তামশা করে!
আমি এতিম বলে একা চলি,এই সমাজের তরে।
নেয় না কেউ কাছে তে টেনে,সবাই তাকে দূরে!
এখন আমি খুজতে থাকি,এই সমাজের বাধন হারা।
তাদের কষ্টে জাপিয়ে পড়ি,হয়ে আজ দিশে হারা!