4/5 - (2 votes)

দেখো তোমার রংমহলের জানালার দিকে তাকিয়ে,
না খেয়ে থাকা পথ শিশু টি,
বসে আছে তোমার মুখ পানে চেয়ে,
কিছু পাওয়ার আশায়!!!

আসিতেছে ঈদ আনন্দের বার্তা দিয়ে,
তোমার কতই না কেনাকাটা,
দামী গাড়ি চড়ে, দামী ঐ শপিংমলে,
কাটে কতই না আড্ডায়!!!

তুমি আড্ডার মধ্যে কাটিয়ে দাও রাত,
খরচ বাড়াও কত পানীয় কিনে,
চুর ডাকাত নিয়ে যায় তোমার কত শত টাকা
তাতে তোমার কি যায় আসে!!!

তুমি মসজিদে মন্দিরে দাও না টাকা,
দাও তুমি ঐ নাচ গানে,
তবুও তুমি এই সমাজের মাতা,
নামে আর সম্মানে!!!

তুমার ব্যাংক ভর্তি কোটি টাকা এত টাকা কার জন্যে,
একবার চোখ বন্ধ করে দেখো
দাবিদার কত জনে,
তোমার ঐ টাকার জন্যে!!!

ভেবে দেখ টাকা গুলো হবে ঝগড়ার সৃষ্টি,
তুমি তাকিয়ে দেখ নিচে পড়ে আছে,
কত এতিম অসহায় “দাও শুভ দৃষ্টি “,
এক নজরে!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments