মনটা ভেঙ্গে চলে গেলে, কি কারনে?
কাচের মনটা, জোড়া এখন নাহি লাগে!
তুমি চলে গেছো বেশ করেছো,
নিজের সুখটা বেছে নিয়ে!
আমার মনটা এখন কষ্টের পাহাড়,
কষ্ট দিতে সবাই জানে!
তুমি চলে গেছো বেশ করেছো,
নইলে কষ্টের ভাগ টা নিতে!
আমার মনটা এখন মেঘলা আকাশ,
বৃষ্টি ঝরে গভীর রাতে!
তুমি চলে গেছো বেশ করেছো,
নইলে বন্যায় ভেসে যেতে!
আমার মনটা এখন দুঃখের নদী,
কখনো উজান কখনো ভাটি!
তুমি চলে গেছো বেশ করেছো,
নইলে স্রোতে হারিয়ে যেতি!
তোমার মনটা এখন সুখের সাগর,
নীল আকাশের নীলাঞ্জনার মত!!!
তুমি চলে গেছো বেশ করেছো,নইলে আমার কষ্টে পুড়তে হতো!