প্রেম সে-তো,
বেদনাদায়ক কোন এক কষ্টের নাম,
যে কষ্ট সবাই বুঝিতে পারে না!
বুকের ভেতরের জ্বলা এক অগ্নিদোহন,
ঠান্ডা শীতল জলেও নেবে না!
প্রেম সে-তো,
কোন এক রাত জাগা পাখির উচাটন,
কাহারও দেয়া ব্যাথার কথা মনে করে
ভোর হয় খেয়াল থাকে না!
সারাদিন যায় নিদ্রার ঘোরে
দেখি কোন এক সপ্ন,
যেটা শুধুই সপ্ন থেকে যাবে
বাস্তব হবে না!
প্রেম সে-তো,
একাকী নিরবে নির্জন স্থানে
আমার সময় কাটানো,
তার কথা মনে করে নদীর জলের সাথে
চোখের জল মেশানো!
তাকে নিয়ে রাত্রি দিনে লিখা কষ্টের কবিতা,
যেথায় তুলে ধরি তাহার স্মৃতি
আমার না পাওয়ার ব্যর্থতা!!!