হ্যা___আমি স্বাধীন বাংলায় করি বাস,
তবে রাস্তায় চলতে আজ ভয় হয়,
কবে যেন লুটিয়ে পড়ে,
জনতার সামনে আমার লাশ।
হ্যা___এটা অভিনয়ের জগত নাটকীয় এক দেশ!
এখানে খারাপ লোক যায়না চেনা,
লোভী হিংস্র পশুরাও,
ধরে ভালো মানুষের বেশ।
হ্যা___এটা বাংলাদেশ,আফ্রিকার জঙ্গল নয়!
নয় এখানে নির্জনতা,
এখানে খোলামাঠে রাস্তায় পরে থাকে,
জন মানুষের কাটা মাথা।
হ্যা___এটা আলোর নয়, অন্ধকারের দেশ!
মিত্যার আশ্রয়ে খুনি যায় বেছে!
ঘুষের মাধ্যমে চলে আইন,
সন্ত্রাসী দেশ ছেড়ে চলে যায় বিদেশ।
হ্যা___আমি আর চাইনা দেশের উন্নয়ন!
আমি চাইনা দেখিতে রক্তের বন্যা!
আমি চাইনা শুনিতে মিত্যা ভাষণ!
আমি দেখিতে চাই দেশের শক্ত আইন আর করা শাসন।