আমি আবার ফিরবো এই দেশে সবুজের তরে,
আবার ফিরবো শহীদের বেশে তাজা প্রাণ নিয়ে।
আবার ফিরবো বাংলাদেশের লাল পতাকা বেঁধে!
আবার ফিরবো লক্ষ শহীদের, প্রাণের প্রতিশোধ নিয়ে।
থাকবে এবার নিষ্পাপ মায়ের- আঁচল পাতা কোল,
করবো নাকো পিছুঁ হটা এবার করবো নাতো ভুল।
বায়ান্নের ছাত্র সংগ্রাম আর একাত্তরের যুদ্ধ,
ভুলি নি আজও কৌশল তবে, করবো এবার রুদ্ধ।
দুর্নীতি আর নাশকতা তবে, দিয়েছি অনেক ছাড়।
একাত্তরের মতো সৈরাচারি, মুক্তি দিব না এবার!!
অনেক হয়েছে বসে থাকা!! এবার রুখে দাঁড়বে হবে,
এ দেশের সব লুকায়িত সৈরাচারি দমন করতে হবে।
এতদিন যারা পায় নি আঁহাড়, তুলবো এবার মুখে খাবার।
মুজিবের বাংলা আবার হবে, উড়বে পতাকা স্বাধীনতার।