বাহিরে যাও নাহ?? নাকি ঘরেই থাকো??
বিকেলে হেলে পড়া রোদ একাই দেখবো?
রাতে আকাশ দেখো নাহ?? নাকি ভাবতে থাকো??
দুটো তারার পশ্চিমের চাঁদ একা দেখবো??
সকালে হাটো? নাকি বেলা করে উঠো?
শীতল কুয়াশার স্পর্শ কি আমি একাই নিব??
বৃষ্টিতে ভিজো?? জানালা খোলে হাত বাড়াও??
শূন্য রাস্তায় একলা হয়ে আমি একা ভিজবো??
নদীতে যাও নাহ?? মুক্ত বাতাস নেও নাহ??
মন খারাপ করে আমি শুধু একাই ঢেউ দেখবো??
আসবে নাহ?? হিংসে হয়?? খুব রাগ??
পাশে বসে হাত ধরে নিঁচু স্বরে কথা বলবে নাহ??
আমি বিকেলে, রাতে, সকালে শীতল কুয়াশায়, বৃষ্টিতে,
নদীর তীরে সবখানে অপেক্ষায় থাকি।
অনুভব করো!! নাকি মনেই করো নাহ??