5/5 - (1 vote)

দাঁড়িয়ে আছি গভীর অন্ধকারে আর
ঐ চাঁদ রেখেছে আমায় মায়াভরা নির্জনতায়,
ভাবছি একা আজ এখানে শুধু তোমার কথা
তুমি রয়েছো আজও আমার দু’চোখের সীমানায়।

নির্জন স্রোত বইছে আমার সারাটা শরীর জুড়ে
তারই কারণে আমি করেছি স্মৃতির সাগরে স্নান,
ভাবছি শুধু ব্যর্থ হওয়া অতীতের কথাগুলো,
যদি থাকতে,আমাদেরও একদিন হতো মহামিলন।

তুমিও কি আজ করেছো চাঁদের সাথে বন্ধুত্ব?
নাকি তার থেকে বহুদূরে জ্বলছো মিটমিট করে?
সেই কোকিলটা আজ সকালে গায়নি চেনা গান
হৃদয় আমার দুলিনি সেজন্য, তার মিষ্টি সুরে।

আম পাতা, জাম পাতা কিছুই আজ নড়ছে না
তবুও দাঁড়িয়ে আছি, আমার বাড়ির খোলা ছাদে,
ঘড়িতে এখন বাজলো সেই চেনা রাত্রি দুটো
মন চাইছে না রাত কাটিয়ে যেতে কাল প্রভাতে।

ঝরনা ছাড়া ফোয়ারার মতোই হয়েছে এ মন
চাইছে তোমার উদ্দেশ্যে এখনই দেয় এক ছুট,
আর যদি তোমার কাছে আমি পৌঁছাতে না পারি
অপেক্ষায় না রেখে,পাঠিয়ে দিও তোমার চিরকুট।

চাঁদ তো আজ যাবে চলে কাল সূর্যের আগমনে
আমাকেও তাই পাল্টাতে হবে সময়ের হাত ধরে,
তুমি যেন পেও না কষ্ট আমার পরিবর্তন দেখে
স্মৃতি আমি রাখবোই মনে,যাবে না কখনও সরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments