মুখোমুখি দুটি মানুষ, দুই ঘণ্টা থেকে চুপচাপ বসে, মাঝে একটি টেবিল। টেবিলে থাকা চা ঠান্ডা হয়েগিয়েছে প্রায় অনেকক্ষন। প্রায় ২ মাস ঝগড়া করার পর আজ দেখা। ইগো যেনো সম্পর্কে প্রাচীর তৈরী করছে। অনেক ভাবনার পর একজন অবশেষে বলে বসে ” চা টা নষ্ট করলে বিল টা আমি দিতে পারবো না”। অপর জন উত্তর দেয় ” আমি একাই নই যে চা টা নষ্ট করেছি”। আবার কিছুক্ষণের জন্য সব নিস্তব্ধ। অবশেষে ইগো সরিয়ে একজন আলতো করে হাতটা রাখল অন্যের হাতের ওপর। নিমিষে অভিমান গলতে থাকে অপর পক্ষের, নতুন করে আবার শুরু করতে চাওয়া সবকিছু। অভিমান শেষে একজন বলে ” বিলটা যতই হোক তুমিই দেবে ঝগড়া টা আমি শুরু করিনি”। অন্য পক্ষ হেসে জড়িয়ে ধরে অপর পক্ষকে। তখন ক্যাফেতে গান বাজছে ” তুমকো পায়া হে তো জাইসে খোয়া হু,”।
2023-05-17