3/5 - (1 vote)

আমি আর প্রেমের কবিতা লিখবো না
ভালোবাসি কথাটিও আর কাউকে বলবো না।
কারণ যখনই আমার কলম প্রেমের স্পর্শ পায়
তখনই তোমার মোমের মতন শরীর
আমার চোখের সামনে ভাসতে থাকে, থেমে যায় কলম।
আমি অন্য নারীর প্রতি আসক্ত নই
তাই কবিতায় অন্য নারীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারিনা।
যখনই নারীর শরীরের প্রসঙ্গ লেখায় আসে
তখন তোমারই বর্ণনা লিখে ফেলি।
সেই বিকেলে অসময়ে বৃষ্টি নেমেছিল
তোমার চুলের আগায় জমেছিল বৃষ্টির ফোঁটা
সেদিন তোমার নাম রেখেছিলাম বন্যা।
সারা শহর জুড়ে তখন শান্তির নীড়
শুধু ঝমঝম বৃষ্টির শব্দ আর তুমি।
এখন আর অসময়ে বৃষ্টিও আসেনা
শহরটিকেও শান্ত লাগে না।
তুমি স্বচ্ছ জল তাকিয় না এই বেহায়া প্রেমিকের দিকে
থাকনা আমার এই কষ্ট বুকের মাঝে।
তোমাকে আর কবিতা জানাবো না
আমি আর প্রেমের কবিতা লিখবো না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments