আমি প্রেমিকা হিসেবে কোনোদিনই পারফেক্ট ছিলাম না। তবে ভালোবাসার মানে কি আমি জানি। আমি ভালোবাসতে জানি। ভালোবাসার মানুষ আমায় বলতে পারো। কোনো দুই দিনের প্রেমিকা নই। মিথ্যে প্রতিশ্রুতি দেইনা। নিজের থেকে বেশি অন্যকে নিয়ে ভাবি। তবে তারাই আমাকে বার বার আঘাত করেছে। আমার কি আমি তো প্রেমিকা না। আমি তো ভালোবাসার
মানুষ ৷
2023-05-15