2/5 - (1 vote)

তোমাক দেখার আশায়
বৃষ্টি ভেজা সময়টাকে কেউ রাস্তায় কাটিয়ে উঠেছে।
তোমাকে দেখার আশায়
মেঘ সরিয়ে নিবিড় দৃষ্টিতে কেউ তাকিয়ে রয়েছে।
তোমাকে দেখার আশায়
কেউ জানলার ধারে বসে আছে, বৃষ্টি ভেজা রাস্তাটার দিকে চেয়ে।
তোমাকে দেখার আশায়
সেই পাড়ার সব চাইতে বকাটে ছেলেটাও
বিকেলের আড্ডায় আর যায়না,
তোমাকে দেখবে বলে।
চঞ্চল ছেলেটাও ঘরে শান্ত হয়ে বসে দিন গুনে চলেছে
তোমারই আসার আশায়।
রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পরা ছেলেটাও
তোমাকে দেখার আশায় ঘুমোচ্ছে না রাতের পর রাত।
তোমাকে দেখার আশায়
কেউ ঠিক মতন খাচ্ছে না দিনের পর দিন।
তুমি যে তার এক মাত্র ধ্রুবতারা, সীমাহীন আকাশ,
তুমি যে তার সুখের নদী আর,
নিস্তব্ধ দুপুরের বয়ে চলা সেই উত্তুরের শীতল বাতাস।
কেউ বার বার জানলায় উঁকি দিতে থাকে
শুধুই তোমাকে একবার দেখার আশায়।

তার কাছে প্রেমের মানেই যেনো
শুধু তুমিই আর তুমি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments