ভালোবাসি কথাটা শুনলেই ক্লাস নাইনে পাওয়া সেই কাঠ গোলাপের কথা মনে পরে, মনে পরে প্রথম পাওয়া সেই ভালোবাসার আমন্ত্রণকে। গোলাপ কেনার পয়সা ছিলনা বলে স্কুলের গাছ থেকে ফুল চুরি করে এনে দেওয়া ।
আজ এত গুলো বছর পেরোলাম,
অনেক গোলাপ পেয়েছি, তবে কাঠগোলাপ নয়। অনেক প্রেম হয়েছে, আবার কত প্রেমের হাতছানিও হয়েছে তবে সেই প্রথম কাঠগোলাপ দিয়ে পাওয়া প্রথম আমন্ত্রণ, তার স্মৃতি যেনো আজও চোখের সামনে জ্বলজ্বল করছে। তবে তার মুখটা স্পষ্ট নেই, তবুও সেই প্রথম প্রেমের কথা আমি একান্তই রেখেছি, আমার ডাইরীতে।
সেই ডাইরিটি আজ খুলতেই হাতে আসে সেই শুকিয়ে যাওয়া কাঠগোলাপের ডাল। তা দেখেই যেনো অদ্ভুত এক শিহরণ কারণ আজ অনেক দিন পর আমার বাগানে সেই কাঠগোলাপটি ধরেছে।