3/5 - (1 vote)

মানুষ উত্তম জীব,ধর্মের বচন,
মানুষ আবার নিকৃষ্ট অধম
যদি হয় তার চরিত্রের পতন।
আগুনের ধর্ম পোড়ানো,কাঠের ধর্ম পোড়া,
কুকুর কেন বিশ্বস্ততায় সেরা?
জলের ধর্ম গড়িয়ে চলা
নদীর ধারা সাগরে বয়ে চলা।
নেই কারো মাঝে ধর্মের ব্যতয়
মানুষের মাঝে শুধু অধর্মের পরিচয়!
সুদ,ঘোষ,প্রতারনা ধর্মের বাধা,
সদায় মানুষ করে এসবের চর্চা।
বিশ্বাস ঘাতকতায় সৃষ্ট মিরজাফর
তাই বিশ্বস্ততায় সেরা আজ কুকুর।
স্বার্থপরতা,শঠতায় ব্যস্ত মানুষ প্রতিনিয়ত
সবিতা সদায় নিজে পুড়ে-
জগত করে আলোকিত।

আল্লাহ মহান
তারিখ-২৬/০৯/২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments