আছো তুমি পাশাপাশি
টিনের চালে বৃষ্টির শব্দ।
চায়ের কাপে উষ্ণ চুমুক
কেটে যাক এক শতাব্দ।
ভালবাসার পবিত্র বন্ধনে
ময়ুর- ময়ুরী কাছে টানে।
মন সেতো হারালো আজ
তুমার চুলের মিষ্টি ঘ্রানে।
তুমি চাইলে এনে দিব
সহস্র কদম্ব ফুল।
তবুও যদি ভাঙ্গে
তোমার মনের সকল ভুল।
2021-11-04