নিত্য তুমি করিয়াছো দুঃখের বিনিয়োগ
বেলাশেষে চাহিতেছো তুমি সুখ।
চলিতেছো তুমি স্রোতের ধারায়
বিলিয়েছো সুখ তারায় তারায়।
বহে সমীরণ, বাজে শন শন
পাবে কি শ্বাস আসিলে মরণ।
আছে কত জল এ দরিয়ায়
তবুও মরিছে ফসল তীব্র খরায়।
দুর্বলে করিছো পদাঘাত সজোরে
কত পক্ষাঘাত চলিছে স্ট্রেচারে।
তাকিয়েছো শকুনের দৃষ্টিতে
ছোঁ মেরেছো কাঙ্গালের পাতে।
পৃথিবী কত সুন্দর ঝলমলে আলো
ভেবেছো কি অন্ধের চোখে সবই কালো।
2021-10-31