2/5 - (1 vote)

কত আতংক নিষ্ঠুরতা
দেখেছে এ বিশ্ব।
এই করোনায় দেখেছি
মানুষ মোরা কত নিঃস্ব।
অদৃশ্য এক জীবের কাছে
আমরা কত অসহায়।
ঘরের ভিতর বন্দি ছিলেন
রাজা -প্রজা সবাই।
সন্তান ছুঁয়ে দেখেনি
প্রিয় পিতার লাশ।
প্রিয়তমা স্ত্রীও
কাটিয়ে গেছে পাশ।
আতঙ্ক আর ভয়ে
দিনগুলি কেটেছে।
করোনায় এক নতুন জগৎ
সবাই দেখেছে।
দুনিয়া জুড়ে বয়ে ছিল
অশান্ত এ পবন।
করোনায কেড়ে নিল
কত মানুষের জীবন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments