আলেয়া কে আলো ভেবে,কেটে যাচ্ছে সময়।
দুনিয়ার মোহে মোরা,গড়ছি স্বর্ণালয়।
স্বেতপাথরে সাজায় কত বিশাল দেবালয়,
মানবতার জন্য আজ সংকীর্ণ হৃদয়।
ন্যায়ের বিচার নিরবে কাঁদে, অন্যায়ের জয়।
নীতিহীন বিচারকে ভরছে বিচারালয়।
চারিদিকে এত মানুষ,লোকে লোকালয়।
মানুষ্যালয় আছে কত,মনুষ্যত্ব কয়?
বিদ্বান লোকের কদর নেই,ব্যস্ত অর্থের পুজোয়।
বিদ্যা অর্জনে লাগি মোরা যায় বিদ্যালয়।
চোখের জলে ভিজে কন্যা ছাড়ে পিত্রালয়
মধুর হাড়ি সবাই জানি বরের শ্বশুরালয়।
রঙ্গালয়ে কত মানুষ,শূন্য ধর্মালয়।
কত প্রলয় আসে ধেয়ে, তবু নেই খোদার ভয়।
2021-11-01